ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ডিমের জন্য হাত পাতছেন ট্রাম্প!

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ মার্চ ২০২৫

ডিমের জন্য হাত পাতছেন ট্রাম্প!

ছবি:সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ডিমের দাম আকাশছোঁয়া বৃদ্ধি পাওয়ায় দেশটির বাসিন্দারা বিপাকে পড়েছেন। গত কয়েক মাসে ডিমের দাম ১০৪ শতাংশ এবং গত এক বছরে ৫৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।

 

 

এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোর দ্বারস্থ হয়েছে। ডিমের চাহিদা মেটাতে ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ডের কাছে আনুষ্ঠানিকভাবে ডিম সরবরাহের অনুরোধ পাঠিয়েছে মার্কিন প্রশাসন। 

তবে, ইউরোপের দেশগুলোও ডিম সংকটে ভুগছে। সুইডেনের বৃহত্তম ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রোনাগ জানিয়েছে, তারা ইউরোপের বাজারকেই অগ্রাধিকার দেবে। নরওয়ে জানিয়েছে, মার্চের শুরুতেই তারা যুক্তরাষ্ট্রের অনুরোধ পেয়েছে, তবে বেশিরভাগ ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশটিতে রপ্তানির বিপক্ষে। ইউরোপে বার্ড ফ্লু মহামারী আকার ধারণ করায় ফ্রান্সেও ডিমের সংকট দেখা দিয়েছে।

 

 

 

এদিকে, তুরস্ক যুক্তরাষ্ট্রকে ৪২ কোটি ডিম সরবরাহের পরিকল্পনা করছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকেও ডিম কেনার চেষ্টা চলছে। তবে, ইউরোপের সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই ডিমের জন্য ইউরোপের দ্বারস্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের এই অনুরোধ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। 

 

 

ডিমের সরবরাহ কম এবং দাম চড়া হওয়ায় যুক্তরাষ্ট্রের বাসিন্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সংকট কাটাতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা ও চুক্তির চেষ্টা অব্যাহত রয়েছে।

আঁখি

×