
ছবিঃ সংগৃহীত
গাজায় ইসরায়েলের বিমান হামলায় মঙ্গলবার এক রাতেই ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রায় দুই মাস ধরে চলা আপাত শান্তির অবসান ঘটিয়ে এই হামলা শুরু হয়, আর ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে—"এটাই কেবল শুরু।"
ইসরায়েল ও হামাস একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করেছে। জানুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতি গাজার ২৩ লাখ বাসিন্দার জন্য কিছুটা স্বস্তি এনেছিল, কিন্তু নতুন করে এই আক্রমণে পুরো অঞ্চল আবারও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
হামাস, যারা এখনো ইসরায়েলের দাবি অনুযায়ী ৫৯ জন বন্দিকে আটকে রেখেছে, বলেছে—ইসরায়েল এই হামলা চালিয়ে মধ্যস্থতাকারীদের চূড়ান্ত যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বিপন্ন করেছে। তবে তারা পাল্টা প্রতিশোধের কোনো হুমকি দেয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি এই হামলার নির্দেশ দিয়েছেন।
"এখন থেকে ইসরায়েল আরও তীব্র আঘাত হানবে। এবং এখন থেকে শুধুমাত্র আগুনের মাঝেই আলোচনা হবে," নেতানিয়াহু বলেছেন তেল আবিবের কিরিয়া সামরিক ঘাঁটি থেকে দেওয়া এক ভাষণে।
"গত ২৪ ঘণ্টায় হামাস আমাদের শক্তি অনুভব করেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই—এটাই কেবল শুরু।"
হামলায় গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তীর্ণ এলাকা আক্রান্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
সীমান্তের ওপার থেকে ইসরায়েলি ট্যাংকও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় মাত্র এক দিনেই ৪০৮ জন নিহত হয়েছেন, যা যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম ভয়াবহ এক দিনের প্রাণহানি।
গাজা সিটির ৬৫ বছর বয়সী পাঁচ সন্তানের মা রাবিহা জামাল বলেন, "এটা ছিল নরকের রাত। ঠিক যেন যুদ্ধের প্রথম দিককার সময়ের মতো অনুভূত হয়েছে।"
সূত্রঃ রয়টার্স
ইমরান