ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

পুতিনকে ট্রাম্পের ফোন, কি আছে সেই ফোনালাপে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:৫৪, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ২২:৫৫, ১৮ মার্চ ২০২৫

পুতিনকে ট্রাম্পের ফোন, কি আছে সেই ফোনালাপে!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন মঙ্গলবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন তিনি। সে অনুযায়ী এদিন স্থানীয় সময় সকাল ১০ টাতেই পুতিনকে ফোন করেছেন ট্রাম্প।

ওভাল অফিস থেকে ফোনে ট্রাম্পের সঙ্গে পুতিনের আলাপ চলছে এবং আলোচনা ভালভাবেই এগুচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। ট্রাম্প গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলছেন।

ইউক্রেইন যুদ্ধ বন্ধের বিষয়টি ছাড়াও ইউক্রেইনের কিছু ভূখণ্ড ছাড়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণ এবং রাশিয়ার সঙ্গে কিছু সম্পদ ভাগাভাগি নিয়ে পুতিনের সঙ্গে কথা হতে পারে বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প।

সোমবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে যাওয়ার ফ্লাইটে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেছিলেন, “যুদ্ধ থামাতে পারি কিনা, দেখতে চাই আমরা। হয়ত পারব, হয়ত পারব না। কিন্তু আমাদের বেশ ভালো সম্ভাবনা আছে বলে আমার মনে হয়।

মস্কোয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে ‘ইতিবাচক’ বৈঠকের পর ট্রাম্প ইউক্রেইনে যুদ্ধ বন্ধ করা নিয়ে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে এই আলাপের পরিকল্পনা করার কথা জানিয়েছিলেন।

শহীদ

×