ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

অ্যান্টার্কটিকায় একই শিবিরে থাকা আরেক সহকর্মীর নামে যৌন হেনস্তার অভিযোগ

প্রকাশিত: ২১:২৬, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ২১:২৭, ১৮ মার্চ ২০২৫

অ্যান্টার্কটিকায় একই শিবিরে থাকা আরেক সহকর্মীর নামে যৌন হেনস্তার অভিযোগ

যৌন নির্যাতনের অভিযোগ উঠল অ্যান্টার্কটিকায়। দশ সদস্যের গবেষক দলের তরফ থেকে ইমেল পাঠানো হল তুষারাবৃত এক গবেষণাকেন্দ্র থেকে। অভিযোগ, ওই গবেষকদেরই একজন অন্য সহকর্মীদের যৌন হেনস্তা, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছেন।

প্রসঙ্গত, ডিসেম্বর পর্যন্ত বরফে ঢাকা ওই অঞ্চলেই থাকার কথা তাঁদের। এই পরিস্থিতিতে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার ‘এসওএস’ পাঠিয়েছেন অভিযোগকারী গবেষক।

দক্ষিণ আফ্রিকার ওই গবেষকরা রয়েছেন সানায়ে ৪ রিসার্চ স্টেশনে। যেটি অ্যান্টার্কটিকার বরফে ঢাকা অঞ্চলে অবস্থিত। সারাক্ষণই সেখানে হয়ে চলেছে তুষার ঝড়।

দক্ষিণ আফ্রিকার সংবাদপত্র ‘দ্য সানডে টাইমস’-এ সংবাদ প্রকাশ করে।প্রতিবেদনে জানানো হয়েছে, ওই গবেষণাকেন্দ্রে থাকা বিজ্ঞানীরা নিরাপত্তার অভাব অনুভব করছেন নিজেদেরই এক সহকর্মীর থেকে।

মেইলে ওই গবেষণা দল থেকে জানানো হয়, ‘আক্ষেপের ব্যাপার, ওঁর ব্যবহার অত্যন্ত আপত্তিকর স্তরে পৌঁছেছে। বিশেষ করে উনি শিবিরে থাকা একজনকে শারীরিক ভাবে হেনস্তা করেছেন। যা কর্মক্ষেত্রের পরিবেশের নিরিখে ব্যক্তিগত নিরাপত্তার চূড়ান্ত পরিপন্থী। পরে উনি একজনকে খুনের হুমকিও দিয়েছেন। তৈরি করেছেন ভয় ও হুমকির এক পরিবেশ। আমি নিজেও আমার নিরাপত্তা সম্পর্কে উদ্বিগ্ন। খালি মনে হচ্ছে আমিই পরবর্তী শিকার নই তো!’

দক্ষিণ আফ্রিকার পরিবেশ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, গত ১ ফেব্রুয়ারি যখন ওই জাহাজ ছেড়েছিল তখন সবই ঠিকঠাক ছিল। ২৭ ফেব্রুয়ারি প্রথম মন্ত্রণালয়ের কাছে অভিযোগ জমা পড়ে।

এদিকে অ্যান্টার্কটিকার প্রতিকূল পরিবেশের কারণেই সেখানে উদ্ধারকাজ চালানো বরাবরই কঠিন। যদিও দক্ষিণ আফ্রিকার কাছে তুষারভেদী জাহাজ ও ওই পরিবেশে ওড়ার ক্ষমতাসম্পন্ন বিমান রয়েছে, তবুও তুষাঝড় ও হিমাঙ্কের বহু নিচে নেমে যাওয়া তাপমাত্রার কারণেই অপারেশন চালানো বেশ কঠিন। এদিকে, এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনার অভিযোগ আগেও উঠেছে।

অন্যদিকে বিবিসি আজ এক প্রতিবেদনে জানিয়েছে,মন্ত্রণালয় জানিয়েছে যে যৌন হয়রানির অভিযোগগুলিও তদন্ত করা হচ্ছে, তবে যৌন নির্যাতনের প্রতিবেদনগুলি ভুল ছিল।

সূত্র: দ্য সানডে টাইমস, বিবিসি

ফুয়াদ

×