
ভারতে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াক্ফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ
ভারতে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াক্ফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েকটি মুসলিম সংগঠন। রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ বিক্ষোভে যোগ দিয়েছে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টিসহ অন্যান্য বিভিন্ন বিজেপি-বিরোধী রাজনৈতিক দল। সোমবার নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় শুরু হয় প্রতিবাদ সভা।
দিল্লি এবং আশপাশের এলাকাগুলো থেকে প্রচুর মানুষ বিক্ষোভে যোগ দেন। মূলত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) এই বিক্ষোভের আয়োজন করেছিল। তাদের সঙ্গে যোগ দিয়েছিল আরও বেশ কয়েকটি মুসিলম সংগঠন। খবর এনডিটিভির।
সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এই অবস্থায় সংসদ ভবনের নিকটবর্তী এলাকা যন্তর মন্তরকে বিক্ষোভস্থল হিসাবে বেছে নেওয়া হয়েছিল। বিক্ষোভে দাবি ওঠে, এই বিল বাতিল করতে হবে। বিলের বিরুদ্ধে আগামী ২০ মার্চ পাটনায় বিক্ষোভ দেখাবে এআইএমপিএলবি। এআইএমপিএলবির সদস্য সৈয়দ কাশিম রসুল ইলিয়াস বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছেন।
উত্তর প্রদেশ ও হরিয়ানা থেকে অনেক মানুষ আসছিলেন। আমাদের কাছে খবর এসেছে, অনেক বাস আটকে দেওয়া হয়েছে। সরকারের ভয় পাওয়ার দরকার নেই, বরং মানুষের কথা শোনা উচিত। মানুষের কথা না শুনলে তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। এআইএমপিএলবির সাধারণ সম্পাদক ফজলুর রহিম মুজাদ্দিদি বলেছেন, বোর্ডের তরফ থেকে সরকারের কাছে নিজেদের মতামত জানানোর চেষ্টা হয়েছিল।
কিন্তু সরকার তাদের কথা শোনেনি। তার যুক্তি, এই ওয়াক্ফ বিল অশান্তি তৈরি করবে। বিশেষ করে মসজিদ ও কবরস্থানের ক্ষেত্রে। এই বিল দেশের উন্নতির জন্য সহায়ক নয়। এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন, যৌথ সংসদীয় কমিটি শুধু কেন্দ্রে ক্ষমতাসীন দলের সংশোধনী গ্রহণ করেছে। এর ফলে ওয়াক্ফ বোর্ডই বিলুপ্ত হয়ে যাবে।
মুজফফরনগর থেকে আসা এক প্রতিবাদী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, তাদের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি প্রতিবাদে অংশ নিয়েছেন। যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির চেয়ারম্যান ও বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেছেন, এআইএমপিএলবি কমিটির কাছে তাদের আশঙ্কার কথা জানিয়েছে।