
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী প্রতিবাদের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি আরব ও ইসলামি দেশসহ মুক্তচিন্তার মানুষদের রাস্তায় নামার আহ্বান জানায়।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের এই হামলায় ৩৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার ১৯ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে ইসরায়েল আবারও গাজায় আগ্রাসন চালাচ্ছে, যা সেখানে আটকে থাকা জিম্মিদের ভবিষ্যতকে অনিশ্চিত করে তুলেছে। নেতানিয়াহুর চরমপন্থি সরকার এই হামলার জন্য সম্পূর্ণ দায়ী বলে হামাস দাবি করেছে।
সংগঠনটি জানায়, গত ২ মার্চ থেকে ইসরায়েল মানবিক সহায়তার জন্য নির্ধারিত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ায় গাজার জনগণ ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে।
হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে চুক্তি লঙ্ঘনের জন্য জবাবদিহি করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের হামলা বন্ধের জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করেছে।
গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও মানবিক সহায়তা পুনরায় চালুর দাবি জানিয়েছে।
আসিফ