ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসছে মরা মাছ ও বিষাক্ত ফেনা! (ভিডিও সহ)

প্রকাশিত: ২০:১৮, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ২০:২৩, ১৮ মার্চ ২০২৫

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসছে মরা মাছ ও বিষাক্ত ফেনা! (ভিডিও সহ)

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার এডিলেইডে দুইটি সমুদ্র সৈকতে বিষাক্ত ফেনা ও মরা মাছ ভেসে ওঠায় দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ওয়েটপিঙ্গা ও পার্সনস সৈকতে সম্প্রতি সাদা ফেনা দেখা যায়, যা পানির সংস্পর্শে এলে শারীরিক সমস্যা সৃষ্টি করছে।

জানা গেছে, বিষাক্ত ফেনার কারণে কয়েকজন সার্ফার অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কাশি, চোখ জ্বালা ও গলা ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এ পরিস্থিতিতে সোমবার (১৭ মার্চ) থেকে সৈকত দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

পরিবেশবিদদের মতে, তাপমাত্রার আকস্মিক পরিবর্তন ও পানিতে শৈবালের অতিরিক্ত বৃদ্ধির কারণে এ ধরনের বিষাক্ত ফেনা তৈরি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সৈকত এলাকায় পর্যবেক্ষণ ও পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

সূত্র : https://youtu.be/s66PeqxzIxs?si=KiHmFuOb0dA3sMf-

আসিফ

×