ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

নতুন ইতিহাস সৃষ্টি করেছে স্বর্ণ

প্রকাশিত: ১৯:১২, ১৮ মার্চ ২০২৫

নতুন ইতিহাস সৃষ্টি করেছে স্বর্ণ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের মূল্য নতুন উচ্চতায় পৌঁছেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুইবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩০০০ ডলার অতিক্রম করেছে। ভূরাজনৈতিক অস্থিরতা ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়ছেন। ফলে, বিশ্ববাজারে স্বর্ণের দামের লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধির চাপ, এবং এর ফলে শুল্ক যুদ্ধের আশঙ্কা স্বর্ণের দাম বৃদ্ধির মূল কারণ। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। এমনকি শেয়ারবাজার থেকেও পুঁজি প্রত্যাহার করে অনেকে স্বর্ণ ক্রয় করছেন।

মঙ্গলবার, বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারো আউন্সপ্রতি ৩০০০ ডলার পেরিয়ে যায়। এশিয়ার বাজারে স্বর্ণের মূল্য আউন্সপ্রতি ১৬৭৬ ডলার বৃদ্ধি পেয়ে ৩০১৪ ডলারে পৌঁছায়। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে, গত শুক্রবার প্রথমবারের মতো স্বর্ণের দাম ৩০০০ ডলারে উঠে। গত এক মাসে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে ৩৪৩ শতাংশ, ছয় মাসে ১৫৮৭ শতাংশ, এবং এক বছরে ৩৮৯৮ শতাংশ। এছাড়া, পাঁচ বছরের হিসাবে স্বর্ণের দাম বেড়েছে ১০২৭৫ শতাংশ, আর ২০ বছরে ৫২০৮২৬৭ শতাংশ।

সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহী থাকায় এর মূল্য বৃদ্ধি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

শিলা ইসলাম

×