ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

তিন মেয়েকে হত্যার দায়ে তিনবার আজীবন কারাদণ্ড পেলেন মা!

প্রকাশিত: ১৫:১৪, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ১৫:১৫, ১৮ মার্চ ২০২৫

তিন মেয়েকে হত্যার দায়ে  তিনবার আজীবন কারাদণ্ড পেলেন মা!

ছবি: সংগৃহীত

গ্রীসের অ্যাথেন্সে একটি আদালত গত মঙ্গলবার রুলা পিসপিরিগু নামে ৩৬ বছর বয়সী এক মাকে তার তিন কন্যাকে হত্যার জন্য তিনটি আজীবন কারাদণ্ড দিয়েছে। পিসপিরিগু তার দুই ছোট সন্তান মালেনা (৩.৫ বছর) এবং ইরিদাকে (৬ মাস) ২০১৯ এবং ২০২১ সালে শ্বাসরোধ করে হত্যা করেছিলেন।

অভিযোগ অনুযায়ী, তিনি তার স্বামীর অব্যাহত পরিত্যাগ ঠেকাতে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন। যদিও পিসপিরিগু তার অপরাধ অস্বীকার করেছেন এবং রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছেন। ২০২৪ সালে তাকে তার নয় বছর বয়সী কন্যা জর্জিনাকে বিষ প্রয়োগ করে হত্যার জন্যও দোষী সাব্যস্ত করা হয়।

এছাড়া, আদালত কর্তৃপক্ষ জানিয়েছেন, মালেনা ও ইরিদার মৃত্যুর কারণ পুনঃমূল্যায়নের পর জানা যায় যে তারা শ্বাসরোধে মারা গিয়েছিলেন। পিসপিরিগু, একজন প্রশিক্ষিত নার্স, ২০২২ সালে কেটামিন বিষ প্রয়োগ করে জর্জিনাকে হত্যার জন্য দায়ী ছিলেন।

গ্রীক মিডিয়া পিসপিরিগুকে "আধুনিক মেডিয়া" হিসেবে অভিহিত করেছে, যিনি গ্রিক পুরাণের এক নারী চরিত্র, যে তার স্বামীর পরিত্যক্ত হওয়ার পর তার সন্তানদের হত্যা করে।

শিহাব

×