ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মিশিগানে জমকালো ঈদ বাজার মেলায় প্রবাসী নারী-পুরুষের ঢল

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:৩৩, ১৮ মার্চ ২০২৫

মিশিগানে জমকালো ঈদ বাজার মেলায় প্রবাসী নারী-পুরুষের ঢল

ছবি: সংগৃহীত

প্রবাসীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করা, সাশ্রয়ী মূল্যে কেনাকাটার সুযোগ করে দেওয়া ও আর্থিকভাবে সাবলম্বী হওয়ার প্রত্যয়ে পুষ্প রাণী পপি, লিজু চৌধুরী ও নুসরাত মতিনের মতো একঝাঁক উদীয়মান সুপরিচিত নারী উদ্যোক্তার সম্মিলিত প্রয়াসে প্রতি বছরের মতো এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ ঈদ বাজার মেলা।

শনিবার সংশ্লিষ্ট রাজ্যের আমেরিকান পলিস কালচারাল সেন্টারে আকর্ষণীয় এই প্রাণবন্ত মেলা শুরু হয়। মেলায় অন্তত ৩০টি স্টল ছিল, যার মধ্যে মিশিগান ছাড়াও নিউইয়র্কসহ আরও কয়েকটি রাজ্য থেকে নারী-পুরুষরা স্টল দেন। এসব স্টলে ছিল নানান বাহারি ডিজাইনের মহিলাদের ও পুরুষদের ঈদ সামগ্রী। বিশেষ করে লেহেঙ্গা, থ্রি-পিস, কামিজ, শাড়ি, ইমিটেশন ও স্বর্ণের গহনা ক্রেতাদের দৃষ্টি কাড়ে।

অন্যদিকে, পুরুষদের পছন্দের তালিকায় ছিল নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি। শিশুদের পোশাকও ছিল দেখার মতো। স্বল্প মূল্যে ক্রেতারা এসব সামগ্রী কেনার পাশাপাশি সুস্বাদু খাবারও ক্রয় করে আনন্দে বাড়ি ফেরেন।

দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এই মেলায় প্রবাসী নারী-পুরুষের ঢল নামে। আমন্ত্রিত অতিথি ও ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় সংশ্লিষ্ট স্থান মুখরিত ছিল, ছিল না তিল ধারণের ঠাঁই।

প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে কেন্দ্র করে মিশিগানের এই নারী উদ্যোক্তারা এমন প্রাণবন্ত মেলার আয়োজন করেন। এরই অংশ হিসেবে, ঈদুল ফিতরকে সামনে রেখে পবিত্র রমজানের শেষভাগে এমন মনোমুগ্ধকর আয়োজনে মিশিগানে বসবাসরত প্রবাসী নারী-পুরুষরা বেজায় খুশি।

ফারুক

×