ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০০

প্রকাশিত: ০৮:১৪, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ১১:২৬, ১৮ মার্চ ২০২৫

গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০০

ছবি:সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২০০ জন নিহত হয়েছে। উত্তরের গাজা সিটিতে ইসরায়েল ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে স্থানীয় বেসামরিক জনগণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মাত্র আধা ঘণ্টার মধ্যে গাজায় ৩৫টিরও বেশি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এতে অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা মৃত ও আহতদের উদ্ধার ও সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছেন।

 

 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এই হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির পর দ্বিতীয় পর্যায়ের চুক্তি নিয়ে ইসরায়েল অস্বীকৃতি জানিয়েছে, যা বর্তমান সংঘাতের পটভূমি তৈরি করেছে।

 

 

 

অন্যদিকে, গাজার শাসকগোষ্ঠী হামাস দাবি করেছে যে ইসরায়েল একতরফাভাবে গাজায় ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি বাতিল করেছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলের এই হামলার অর্থ হলো তারা যুদ্ধবিরতি বাতিল করেছে। 

 

 

 

এই সংঘাতের ফলে গাজা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংঘাত বন্ধের আহ্বান জানানো হচ্ছে। ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতামূলক আলোচনা চললেও এখনও কোনো স্থায়ী সমাধান পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে গাজাবাসীর নিরাপত্তা ও মানবিক সহায়তা নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে।

×