ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ক্ষুধা যন্ত্রণায় ধুঁকছে গাজার ১০ লাখ শিশু, টানা ১৫ দিন ধরে কোনো খাদ্য সহায়তা নেই

প্রকাশিত: ০০:৪৬, ১৮ মার্চ ২০২৫; আপডেট: ০০:৪৬, ১৮ মার্চ ২০২৫

ক্ষুধা যন্ত্রণায় ধুঁকছে গাজার ১০ লাখ শিশু, টানা ১৫ দিন ধরে কোনো খাদ্য সহায়তা নেই

ছবি : সংগৃহীত

টানা ১৫ দিন ধরে গাজায় কোন ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো, জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি।

২ মার্চের পর থেকে গাজায় মানবিক সহায়তা এবং বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকয়টা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। এতে খাদ্য সংকট বেড়েছে উপত্যকায়। শিশুরা ভুগছে অপুষ্টিজনিত নানা রোগে। এমন পরিস্থিতিতে গাজার উপর থেকে অবরোধ তুলে নিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ইউনিসেফ-এর দাবি খাবার পানি এবং ওষুধের অভাবে গাজায় বসবাসরত ১০ লাখ শিশুর বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। 

মো. মহিউদ্দিন

×