ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

৯ বছর পর ফুরফুরা শরীফের ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন মমতা ব্যানার্জি

প্রকাশিত: ২২:৪১, ১৭ মার্চ ২০২৫

৯ বছর পর ফুরফুরা শরীফের ইফতার অনুষ্ঠানে যোগ দিলেন মমতা ব্যানার্জি

ছবি : সংগৃহীত

দীর্ঘ ৯ বছর পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যোগ দিলেন ফুরফুরা শরীফের ঐতিহ্যবাহী ইফতার অনুষ্ঠানে। রমজান মাসের শুভ উপলক্ষে আয়োজিত এই ইফতার মাহফিলে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রীতি ও সাম্প্রদায়িক ঐক্যের বার্তা তুলে ধরেন।

ইফতার অনুষ্ঠানে মমতা ব্যানার্জি বলেন, “আমি যখন দুর্গাপূজো করি, তখন কেউ কোশ্চেন করেন না। আমি যখন কালীপূজো করি, তখন কেউ কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই। আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই।”

তিনি আরও বলেন, “আমি মনে করি বাংলার মাটি হল সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহতায়ালা কবুল করুক—আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব। সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য—এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য।”

মো. মহিউদ্দিন

×