
ছবি: সংগৃহীত
ইসরায়েলের অবরোধের ১৬তম দিনে গাজার শিশুদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। খাদ্য, পানি ও ওষুধ দ্রুত ফুরিয়ে আসছে। ইউনিসেফের মতে, গাজার পরিস্থিতি ভয়াবহ, এবং ইসরায়েলকে অবিলম্বে প্রবেশ পথ খুলে দিতে হবে, কারণ শত শত হাজার ফিলিস্তিনি শিশু এখন বেঁচে থাকার লড়াই করছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মন্তব্য—যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে হামাসও ইয়েমেনের হুথিদের মতো আক্রমণের সম্মুখীন হতে পারে—এটি ইসরায়েলের গাজায় চলমান যুদ্ধের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে সাবেক এক কর্মকর্তা মনে করছেন।
অন্যদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে রেড সাগরের হোদেইদা বন্দরে নতুন করে হামলা চালানো হয়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে, যাদের মধ্যে পাঁচ শিশু ও দুই নারীও রয়েছেন।
তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/17/live-us-raids-on-yemen-kill-53-houthis-say-israeli-negotiators-in-cairo
আবীর