ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

১৮ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইয়েমেনের

মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা

প্রকাশিত: ২০:৫৬, ১৭ মার্চ ২০২৫

মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক আগ্রাসনের পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং মার্কিন নৌবাহিনীর অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সোমবার এক ভাষণে সারি বলেন, মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৪৭টির বেশি বোমা ফেলেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীও মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যেতে পিছপা হবে না। ব্রিগেডিয়ার জেনারেল সারি আরও জানান, মার্কিন বাহিনী তাদের সর্বশেষ আগ্রাসনে বহু গণহত্যা চালিয়েছে এবং বহু নিরীহ মানুষ নিহত হয়েছে। এরই জবাবে ইয়েমেনি বাহিনী ১৮টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। খবর আলজাজিরার।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জাহাজ চলাচলের ওপর আক্রমণ বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের ওপর আক্রমণ চালিয়ে যাবে। সোমবার এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। এর আগের দিন ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইঙ্গিত দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার প্রতিক্রিয়ায় তারা হামলা আরও তীব্র করবে। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন। জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি  বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তারাও লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে। যদি তারা তাদের আগ্রাসন অব্যাহত রাখে তাহলে আমরাও উত্তেজনা বৃদ্ধি অব্যাহত রাখব। এদিকে হুতি আন্দোলনের রাজনৈতিক ব্যুরো যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে বর্ণনা করেছে। অন্যদিকে মস্কো ওয়াশিংটনকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। দুই দিন ধরে ইয়েমেনের হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী।

×