
ভেনিজুয়েলার নাগরিকদের বিমানবন্দর থেকে এভাবে নিয়ে যাওয়া হয়
আদালতের নির্দেশ উপেক্ষো করে ভেনিজুয়েলার ২৩৮ নাগরিকসহ মোট ২৬১ ব্যক্তিকে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের সমালোচনা করেছে ভেনিজুয়েলা ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নায়েব বুকেলে লিখেছেন, ভেনিজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার গ্যাংয়ের ২৩৮ সদস্যসহ ২৬১ জন সকালে এল সালভাদরে পৌঁছেছে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, এসব ব্যক্তিকে এল সালভাদরের একটি উচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগারে রাখা হবে। এজন্য মধ্য আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্র থেকে অর্থ পাবে। ট্রেন ডি আরাগুয়ার সদস্যদের দ্রুত প্রত্যর্পণের জন্য গত শুক্রবার কয়েক শতকের পুরোনো ভিনদেশী শত্রু আইন বা এলিয়েন এনেমিস অ্যাক্ট ব্যবহারের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি যুদ্ধকালীন আইন হিসেবে পরিচিত। তবে পরদিন ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ ১৭৯৮ সালের ওই ভিনদেশী শত্রু আইনের ব্যবহার ১৪ দিন বন্ধ রাখার নির্দেশ দেন।