ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মহারাষ্ট্রে আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার হুমকি হিন্দুত্ববাদী দুটি গোষ্ঠীর

প্রকাশিত: ১৯:১২, ১৭ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১২, ১৭ মার্চ ২০২৫

মহারাষ্ট্রে আওরঙ্গজেবের মাজার ভেঙে ফেলার হুমকি হিন্দুত্ববাদী দুটি গোষ্ঠীর

ছবি: সংগৃহীত

মোঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের মহারাষ্ট্রে। হিন্দুত্ববাদী গোষ্ঠী বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ আওরঙ্গজেবের মাজার উচ্ছেদের দাবিতে বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

সরকার যদি আওরঙ্গজেবের সমাধিটি অপসরণ না করে, তবে সেটি ভাঙার ঘোষণাও দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী এই দল দুটি। এই ঘোষণার পর মহারাষ্ট্রের সম্ভাজি নগরের খুলাদাবাদে আওরঙ্গজেবের মাজার ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়ন করা হয়েছে সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) সদস্যদের।

উল্লেখ্য, আওরঙ্গজেবের সমাধিসৌধ ভারতের মহারাষ্ট্রের খুলদাবাদে অবস্থিত। ছয়জন মহান মোঘল সম্রাটের মধ্যে আওরঙ্গজেব ছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট।

 

সূত্র: https://tinyurl.com/6642ehdp

রাকিব

×