
ছবি: সংগৃহীত
ইতালির রাজধানী রোমে বাংলাদেশি মুসলিমদের জন্য একটি আলাদা কবরস্থান প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। এ বিষয়ে তিনি রোমের মেয়রের সঙ্গে আলোচনা করেছেন এবং ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।
সম্প্রতি রাষ্ট্রদূত রোমের প্রিমাপর্তা কবরস্থান পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আসিফ আনাম সিদ্দিক। এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের পক্ষে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও রোমের ৯ নম্বর মিউনিসিপিও-এর সাবেক কাউন্সিলর এস এম সাইফুল ইসলাম এবং তরপিনাত্ত্বার মুসলিম সেন্টারের (টিএমসি) সেক্রেটারি মো. মশিয়ার রহমান মিন্টু।
এ সময় রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক প্রবাসী বাংলাদেশিদের আশ্বস্ত করে বলেন, তিনি রোমের মেয়রের সঙ্গে আরও আলোচনা করে মুসলিম কমিউনিটির জন্য একটি পৃথক কবরস্থান স্থাপনের পরিকল্পনাটি বাস্তবায়নে পূর্ণ প্রচেষ্টা চালাবেন।
প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, এটি বাস্তবায়িত হলে মুসলিম অভিবাসীদের একটি দীর্ঘকালীন গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ হবে।
ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের ২০২৪ সালের সমীক্ষা অনুযায়ী, বর্তমানে দেশে বৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা প্রায় এক লাখ ৯২ হাজার ৬৭৮, যা বিদেশি সম্প্রদায়ের মধ্যে ষষ্ঠ অবস্থানে। অবৈধ অভিবাসীদের অন্তর্ভুক্ত করলে এই সংখ্যা দুই লাখ ছাড়াতে পারে। মুসলিম জনগণের মধ্যে বাংলাদেশিরা তৃতীয় অবস্থানে রয়েছেন, যেখানে আলবেনিয়া ও মরোক্কো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।
রোমে বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন, যেখানে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম সম্প্রদায়। রোমে বৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৩৪ হাজার ৪৮৩ জন, তবে অবৈধসহ এই সংখ্যা ৫০ হাজারের বেশি হতে পারে।
এই পরিস্থিতিতে রোমে মুসলিমদের জন্য পৃথক কবরস্থানের অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে মুসলিমদের দাফন করা হচ্ছে। বাংলাদেশি কমিউনিটির সদস্যরা মনে করছেন, পৃথক কবরস্থান প্রতিষ্ঠিত হলে তা শুধু ধর্মীয় অনুভূতির সম্মান জানাবে না, বরং এটি প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন হিসেবেও বিবেচিত হবে।
শিহাব