ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

জর্জ বুশ সম্পর্কে বলেছিলেন ভেনেজুয়েলার নেতা শাবেজ

’শয়তান এই ঘরেই আছে, গতকাল এখানেই দাঁড়িয়েছিলো’

প্রকাশিত: ১৫:৫৯, ১৭ মার্চ ২০২৫

’শয়তান এই ঘরেই আছে, গতকাল এখানেই দাঁড়িয়েছিলো’

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজ ২০০৬ সালের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ  সম্পর্কে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন। ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় হুগো চাভেজ জর্জ বুশকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তিনি বলেন: "শয়তান এই ঘরেই আছে, গতকাল এখানেই দাঁড়িয়েছিলো। এখানকার বাতাসে এখনও বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে!"

শাভেজ তার ভাষণে বুশকে "শয়তান" বলে উল্লেখ করেন এবং তাকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছিলেন। এই মন্তব্যের পেছনের প্রেক্ষাপট ছিল—এর একদিন আগে, ১৯ সেপ্টেম্বর, জর্জ ডব্লিউ বুশ একই মঞ্চে ভাষণ দিয়েছিলেন, যেখানে তিনি গণতন্ত্র, সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি নিয়ে কথা বলেছিলেন।

শাভেজের এই বক্তব্য বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তুলেছিলো। সমর্থকরা তার সাহসী ও স্পষ্টভাষী অবস্থানের প্রশংসা করেন, বিশেষ করে লাতিন আমেরিকার মার্কিনবিরোধী রাজনৈতিক গোষ্ঠীগুলো। মার্কিন কর্মকর্তারা এই মন্তব্যকে "অসম্মানজনক" ও "অযৌক্তিক" বলে আখ্যা দিয়েছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অনেক সদস্য এই মন্তব্য শুনে হাসেন এবং করতালিও দেন, যা প্রমাণ করে যে চাভেজের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রভাব ফেলেছিল। চাভেজের এই বক্তব্য তার মার্কিনবিরোধী অবস্থানের প্রতীক হয়ে ওঠে। এটি তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তোলে, বিশেষ করে লাতিন আমেরিকায়। যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক আরও খারাপ হয়ে যায়, এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়। এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ভাষণগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়।

ফারুক

×