ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

দিল্লিতে ব্রিটিশ নারী গণধর্ষণের শিকার

প্রকাশিত: ১৫:৩০, ১৭ মার্চ ২০২৫

দিল্লিতে ব্রিটিশ নারী গণধর্ষণের শিকার

ছ‌বি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির মহিপালপুর এলাকায় এক ব্রিটিশ নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এ ঘটনায় একজন অভিযুক্তকে ধর্ষণের অভিযোগে এবং আরেকজনকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারী যুক্তরাজ্য থেকে ভারতে এসেছিলেন একজন ব্যক্তির সঙ্গে দেখা করতে, যার সাথে তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় ও বন্ধুত্ব গড়ে তুলেছিলেন।

জানা যায়, নারীটি দিল্লিতে এসে একটি হোটেল বুক করেন এবং মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তির সঙ্গে দেখা করেন। তবে কিছুক্ষণ পরই তিনি বুঝতে পারেন যে ওই ব্যক্তি তাকে অপব্যবহার ও আক্রমণ করার চেষ্টা করছে। একপর্যায়ে তর্ক শুরু হলে অভিযুক্ত ব্যক্তি তাকে ধর্ষণ করে।

ধর্ষণের পর নারীটি কোনোভাবে পালিয়ে গিয়ে হোটেল রিসেপশনে পৌঁছান। তবে হোটেল থেকে বের হওয়ার সময় লিফটে আরেকজন ব্যক্তি তাকে শ্লীলতাহানি করে। পরে তিনি পুলিশে অভিযোগ দাখিল করলে দ্রুত তদন্ত শুরু হয় এবং উভয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এদিকে, দিল্লি পুলিশ ইতোমধ্যে ব্রিটিশ হাইকমিশনকে বিষয়টি অবহিত করেছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

 

তথ্যসূত্র: https://economictimes.indiatimes.com/news/india/after-israeli-tourist-shocker-in-bengaluru-british-woman-gang-raped-in-delhi-one-accused-was-her-online-friend/articleshow/118965094.cms?from=mdr

আবীর

×