
ছবি: সংগৃহীত।
ভারতের উত্তর প্রদেশের মিরাটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ আদায়ের অভিযোগে এক মুসলিম শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি হোলি উৎসবের সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি উন্মুক্ত স্থানে ওই শিক্ষার্থী নামাজ আদায় করেন এবং সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় কিছু হিন্দু সংগঠন এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এর জেরে খালিদ প্রধান নামের ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। খালিদ প্রধানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তিনজন নিরাপত্তারক্ষীকেও দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা শিব প্রতাপ সিং ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যালোচনা করে পুলিশ ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষার্থীকে আদালতে হাজির করা হয়েছে এবং বর্তমানে তিনি বিচারাধীন অবস্থায় রয়েছেন।
গঙ্গা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অনুপ সিং জানিয়েছেন, এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ২৯৯ নম্বর ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের সংশ্লিষ্ট বিধান অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, এ বছর হোলি উৎসব পালিত হয়েছে পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার। ধর্মীয় উত্সবের কারণে ভারতের বিভিন্ন স্থানে জুমার নামাজের সময় পরিবর্তন করা হয়েছে এবং কোথাও কোথাও মসজিদ ঢেকে রাখার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।
নুসরাত