
উত্তর মেসিডোনিয়ার কচানি শহরের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) ভোররাতে ‘পালস’ নামের ক্লাবে জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকের কনসার্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।
প্রায় ৫০০ দর্শকের ভিড়ে আতশবাজির আগুন সিলিংয়ে লেগে দ্রুত পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে। এতে ১৫৫ জন আহত হন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্লাবটি লাইসেন্সবিহীন ছিল এবং অগ্নিনির্বাপক ব্যবস্থার চরম ঘাটতি ছিল। ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে সরকারি কর্মকর্তারাও রয়েছেন।
উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী ঘটনাটিকে ‘জাতীয় ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেছেন এবং সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। আহতদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউরোপীয় নেতারা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রতিবেশী দেশগুলো আহতদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে।
সূত্র: আলজাজিরা
রাজু