
ছবি:সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের নোশকি জেলায় রোববার (১৬ মার্চ) একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩ জন সেনাসহ দুই পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তানের রাষ্ট্রীয় মিডিয়া এবং সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলার ঘটনায় বিস্ফোরক ভর্তি একটি যান আধাসামরিক বাহিনীর গাড়িবহরের ওপর চালিয়ে দেয় বিএলএ সদস্যরা। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হন। এই হামলায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।
এই ঘটনার কয়েকদিন আগেই বেলুচিস্তানে বিএলএ সদস্যরা একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাই করে প্রায় সাড়ে ৩০০ আরোহীকে জিম্মি করেছিল। পরে পাকিস্তানের সামরিক বাহিনী অভিযান চালিয়ে ট্রেনের সব আরোহীকে নিরাপদে উদ্ধার করে। তবে বিএলএ-এর সাম্প্রতিক হামলা বেলুচিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান সক্রিয়তা সম্পর্কে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলা এবং সহিংসতা দীর্ঘদিন ধরে চলছে। এই গোষ্ঠীগুলো পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এই হামলাগুলো বেলুচিস্তানে নিরাপত্তা চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
আঁখি