ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা! শত শত অভিবাসীকে জোরপূর্বক বিতাড়িত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত: ০৯:০৩, ১৭ মার্চ ২০২৫

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা! শত শত অভিবাসীকে জোরপূর্বক বিতাড়িত করল ট্রাম্প প্রশাসন

ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন নীতি আবারও বিতর্কিত হলো। শনিবার, মার্কিন জেলা বিচারক জেমস ই. বোয়াসবার্গ অভিবাসনপ্রত্যাশীদের নির্বাসন স্থগিতের আদেশ দিলেও, ততক্ষণে শত শত অভিবাসী বহনকারী দুটি বিমান এল সালভাদর ও হন্ডুরাসের পথে রওনা দেয়। লিখিত আদেশের অনুপস্থিতিতে প্রশাসন নির্বাসন প্রক্রিয়া অব্যাহত রাখে।

প্রশাসনের দাবি, ফেরত পাঠানো অভিবাসীরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাংয়ের সদস্য, যদিও এই দাবির স্বপক্ষে প্রমাণ মেলেনি। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, গ্যাং সদস্যদের নামে নিরীহ অভিবাসীদেরও জোরপূর্বক বিতাড়িত করা হয়েছে।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে ব্যঙ্গাত্মকভাবে প্রতিক্রিয়া জানিয়ে 'X'-এ লিখেছেন, "Oops… অনেক দেরি হয়ে গেছে!" ট্রাম্প প্রশাসনের উপেক্ষামূলক মনোভাব স্পষ্ট করতে হোয়াইট হাউজের কর্মকর্তারাও এই পোস্ট শেয়ার করেন।

 

রাজু

×