ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

পাকিস্তানের ২১৪ সেনা প্রাণ হারালো

প্রকাশিত: ০৫:৪৯, ১৭ মার্চ ২০২৫

পাকিস্তানের ২১৪ সেনা প্রাণ হারালো

ছবি:সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে যে, তারা যে ট্রেনটি ছিনতাই করেছিল, সেখান থেকে ২১৪ পাকিস্তানি সেনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের সবাইকে হত্যা করা হয়েছে। 

 

 

১১ মার্চ, বেলুচিস্তানের বোলান জেলার মুশফাক এলাকায় ‘জাফর এক্সপ্রেস’ ট্রেনটি ছিনতাই করে বেলুচ লিবারেশন আর্মি। এরপর পাকিস্তানের সেনা ও বিমানবাহিনী দুইদিন ধরে অভিযান চালালেও ৩৩ জঙ্গি নিহত ও প্রায় ৩০০ যাত্রীকে উদ্ধার করার দাবি জানায়। 

তবে, বেলুচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বেলুচ ১৫ মার্চ এক বিবৃতিতে জানান, তারা ট্রেন থেকে ২১৪ পাক সেনাকে আটক করে এবং তাদের মুক্তির জন্য পাকিস্তান সেনাবাহিনীকে ৪৮ ঘণ্টার আলাপ-আলোচনার সময় দিয়েছিল। কিন্তু, সেনাবাহিনী আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে, তারা সবাইকে হত্যা করা হয়।

 

 

 

জিয়ান্দ বেলুচ বলেন, "পাকিস্তান সেনাবাহিনীকে ৪৮ ঘণ্টার আলাপ-আলোচনার সময় দেওয়া হয়েছিল, যা ছিল তাদের সেনাদের রক্ষার শেষ সুযোগ। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী তাদের অহংকারে অটল থেকে আলোচনা করার পরিবর্তে বাস্তবতা এড়িয়ে গেছে, যার ফলে ২১৪ সেনাকে হত্যা করা হয়েছে।" 

তিনি আরও দাবি করেছেন যে, বেলুচ লিবারেশন আর্মি সবসময় আন্তর্জাতিক আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, কিন্তু পাকিস্তানের অহংকারের কারণে তাদের সেনারা প্রাণ হারিয়েছে। 

 

 

 

বেলুচ লিবারেশন আর্মি দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং এই উদ্দেশ্যে তারা প্রায়ই পাকিস্তানের সেনা ও বিদেশি নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়।

আঁখি

×