
ছবিঃ সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা শিপিং লেনের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
শনিবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হুথিদের পরিচালিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই অভিযান কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
হুথি নেতা আবদুল মালিক আল-হুথি রবিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যতদিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা চালাবে, ততদিন তারা রেড সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, "যদি তারা তাদের আগ্রাসন অব্যাহত রাখে, তবে আমরাও পাল্টা প্রতিক্রিয়া জানাবো।"
হুথিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাকে "যুদ্ধাপরাধ" বলে উল্লেখ করেছে, অন্যদিকে মস্কো ওয়াশিংটনকে এসব হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সূত্রঃ রয়টার্স
ইমরান