ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

কে আগে মঙ্গলে পৌঁছাবে?

প্রকাশিত: ০০:৫৪, ১৭ মার্চ ২০২৫

কে আগে মঙ্গলে পৌঁছাবে?

ছবি: সংগৃহীত

২০২৯ থেকে ২০৩১ সালের মধ্যেই মানুষের পা পড়তে পারে লাল গ্রহ মঙ্গলে, এমনটাই ধারনা করা হচ্ছে। 

সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে ইলন মাস্ক ঘোষণা দেন, আগামী বছরের শেষ নাগাদ তার কোম্পানি স্টারশিপ রকেটের মাধ্যমে অপটিমাস রোবটকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনা করছে। 

নাসাও তাদের চন্দ্রাভিযান কর্মসূচি "আর্টেমিস" এর জন্য স্টারশিপের পরিবর্তিত সংস্করণ ব্যবহারের কথা ভাবছে। তবে তার আগে স্পেসএক্সকে প্রমাণ করতে হবে যে স্টারশিপ নিরাপদ এবং গভীর মহাকাশ অভিযানের জন্য নির্ভরযোগ্য। মহাকাশে জ্বালানি ভরার সক্ষমতা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।

স্পেসএক্স যেখানে ২০৩০-এর মধ্যেই মঙ্গলে মানুষের উপস্থিতির পরিকল্পনা করছে, সেখানে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২০৪০ সালের আগে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে না। আর এর কারণ, মঙ্গল গ্রহের প্রতিকূল পরিবেশ। 

২০০৬ সালে মাত্র একটি রকেট উৎক্ষেপণের মাধ্যমে স্পেসএক্সের মহাকাশ যাত্রা শুরু হয়। ২০২৩ সালের মধ্যে কোম্পানিটি ৯৮টি উৎক্ষেপণ সম্পন্ন করে, যা ২০২৪ সালে এসে ১৩৩টি উৎক্ষেপণে পৌঁছায়। 

স্পেসএক্স বরাবরই তাদের "দ্রুত ব্যর্থ হওয়া, দ্রুত শেখা" নীতিতে অটল, যা তাদের বিশ্বের শীর্ষস্থানীয় মহাকাশ উৎক্ষেপণ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মঙ্গল অভিযানের সঙ্গে প্রযুক্তি ও বিজ্ঞানের পাশাপাশি রাজনীতিও জড়িয়ে গেছে। ইলন মাস্কের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ঘোষণা দেন, "আমরা মঙ্গলে মার্কিন পতাকা উড়াবো।"

শিলা ইসলাম

×