ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

রাশিয়ার সক্ষমতায় বিস্মিত ট্রাম্প!

প্রকাশিত: ২৩:৪৯, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ২৩:৫১, ১৬ মার্চ ২০২৫

রাশিয়ার সক্ষমতায় বিস্মিত ট্রাম্প!

ছবি: সংগৃহীত

ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্যাপক সহায়তা পাচ্ছে কিয়েভ, যার মধ্যে গোয়েন্দা তথ্য এবং সামরিক সহায়তাও অন্তর্ভুক্ত। তবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত বুদ্ধিমত্তার সামনে ইউক্রেনের সেনারা তাদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে। যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের গুরুত্বপূর্ণ এলাকা দখল করতে সক্ষম হয়েছে, যা ইউক্রেন ও তাদের মিত্রদের জন্য একটি বড় বিস্ময়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এই যুদ্ধে কোনো সরাসরি সহায়তা করেননি, তবে তিনি আগেই ঘোষণা করেছিলেন যে তার শাসনামলে এই যুদ্ধ দ্রুত শেষ হবে। ট্রাম্প বলেছেন, "একমাত্র বড় শক্তি ও অর্থের মালিকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা উচিত নয়।"

২০২৪ সালের আগস্টে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে অভিযান চালিয়ে সুজ্জা শহর এবং বেশ কয়েকটি গ্রাম দখল করে। তবে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রুশ বাহিনী ওই এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে ইউক্রেনীয় ইউনিটগুলো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

এদিকে, ট্রাম্প রাশিয়া সম্পর্কে মন্তব্য করে বলেন, "রাশিয়া এখন বহু ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে এবং তাদের জীবন বিপদের মধ্যে রয়েছে।" তিনি দাবি করেছেন, জো বাইডেনের নেতৃত্বে এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ট্রাম্পের আহ্বানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, তবে তিনি জানান, কিয়েভ যদি তার সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়, তবে এই যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। ট্রাম্প একাধিকবার রক্তপাত বন্ধ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি আশাবাদী যে, দ্রুত আলোচনার মাধ্যমে এই সংঘাতের সমাধান সম্ভব হবে।

গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাদ পড়লে, কিয়েভ ও ওয়াশিংটন একটি ৩০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাবে সম্মত হয়। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ গত বৃহস্পতিবার এই পরিকল্পনার বিস্তারিত মস্কোতে পৌঁছে দিয়েছেন। পুতিন বলেছেন, মস্কো আলোচনা শুরুর জন্য প্রস্তুত, তবে অস্ত্রবিরতির আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান প্রয়োজন, যার মধ্যে কিয়েভের হামলাকারী বাহিনীর ভবিষ্যত উল্লেখযোগ্য।

এদিকে, ট্রাম্প এই আলোচনা প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, "মস্কো থেকে আসা বার্তাগুলো ইতিবাচক মনে হচ্ছে এবং আশা করি আলোচনাগুলো সফল হবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/HQy9PcmEWWM?si=9igi-yzD5SGd3-qO

এম.কে.

×