ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

গাজায় ইসরাইলের হামলা জোরদার নিহত ১২

প্রকাশিত: ২০:১৬, ১৬ মার্চ ২০২৫

গাজায় ইসরাইলের হামলা জোরদার নিহত ১২

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা জোরদার করেছে দখলদার ইসরাইল। রবিবার গাজার বিভিন্ন অঞ্চলে ইসরাইলি বাহিনীর হামলায় দাতব্য সংস্থার কর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। রবিবার এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।
এ ছাড়া জুহোর আদ ডিকের কেন্দ্রীয় শহরে ইসরাইলি ড্রোন হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। আর বেইত লাহিয়ায় গুলি করে আরেক ফিলিস্তিনি বালককে হত্যা করা হয়েছে। এই হামলা চলাকালীন মিসরের কায়রোতে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় ফিরতে প্রস্তুত বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। রবিবার ইসরাইলের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানায় ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। মার্কিন প্রস্তাব অনুযায়ী, হামাসের হাতে থাকা ১১ জন জীবিত ও অর্ধেক মৃত বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। ইসরাইলি গণমাধ্যম বলছে, গাজায় বর্তমানে ২৪ জন জীবিত বন্দি রয়েছেন এবং ৩৫ জনকে মৃত বলে নিশ্চিত করা হয়েছে।

×