ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

পাকিস্তানি সেনা বহরে হামলা, বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ৯০ সেনার মৃত্যুর দাবি করেছে

প্রকাশিত: ১৯:১৬, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ১৯:১৭, ১৬ মার্চ ২০২৫

পাকিস্তানি সেনা বহরে হামলা, বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ৯০ সেনার মৃত্যুর দাবি করেছে

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে রবিবার একটি সেনা বহরে হামলায় অন্তত সাতজন পাকিস্তানি সেনা নিহত ও ২১ জন আহত হয়েছেন। কুয়েটা থেকে তাফতান যাচ্ছিল এই বহরটি। যদিও সরকারি সূত্রে সাতজন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে, বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে দাবি করেছে যে, ৯০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

একজন পাকিস্তানি কর্মকর্তা জানান, "কুয়েটা থেকে তাফতান যাওয়ার পথে সেনা বহরটি আক্রমণের শিকার হয়। বহরটি সাতটি বাস ও দুটি গাড়ি নিয়ে গঠিত ছিল। একটি বাসে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ভর্তি একটি গাড়ি আঘাত করলে এটি বিস্ফোরিত হয়, সম্ভবত এটি আত্মঘাতী হামলা ছিল। অন্য একটি বাসে রকেট প্রোপেলড গ্রেনেড (আরপিজি) হামলা করা হয়।"

প্রতিবেদনে বলা হয়েছে, একটি গাড়ি আইইডি নিয়ে সেনা বাসে আঘাত করে এবং এটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

নশকি স্টেশন এসএইচও জাফরুল্লাহ সুলেমানি জানান, প্রাথমিক রিপোর্টে এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। হামলার স্থল থেকে সংগৃহীত প্রমাণগুলোতে দেখা গেছে যে, আত্মঘাতী বোমাবাজ সেনা বহরে বিস্ফোরক ভর্তি গাড়িটি উদ্দেশ্যপূর্ণভাবে আঘাত করেছে।

তিনি আরও জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে এবং আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, রবিবারের হামলায় ৯০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।



তথ্যসূত্র: https://www.indiatoday.in/world/story/pakistan-military-convoy-attacked-baloch-insurgents-claim-90-killed-2694202-2025-03-16

আবীর

×