ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ইয়েমেনে ভয়াবহ হামলায় নিহত ২৪, নরকের বৃষ্টি ঝড়বে: ট্রাম্প

প্রকাশিত: ১৪:১৭, ১৬ মার্চ ২০২৫

ইয়েমেনে ভয়াবহ হামলায় নিহত ২৪, নরকের বৃষ্টি ঝড়বে: ট্রাম্প

ইয়েমেনের রাজধানী সানায় আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এ হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলেও তিনি জানান।

হুতিদের দমন করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শনিবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দেন। তিনি বলেন, "লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা বন্ধ না হলে নরকের বৃষ্টি ঝরবে।" এমনকি হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে হামলা দীর্ঘস্থায়ী হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

হুতি বিদ্রোহীরা জানিয়েছে, কোনো হুমকি তাদের ফিলিস্তিনিদের প্রতি সমর্থন থেকে সরাতে পারবে না। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। তিনি দাবি করেছেন, মার্কিন বাণিজ্যিক জাহাজে হুতিরা হামলা চালানোয় এই পদক্ষেপ নিতে হয়েছে।

ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ পোস্ট দিয়ে বলেন, "আমি সামরিক বাহিনীকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলার নির্দেশ দিয়েছি। বাইডেন প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে হুতিরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাদের কারণে লোহিত সাগর ও এডেন উপসাগর অনিরাপদ হয়ে উঠেছে।"

এছাড়া হুতিদের প্রধান পৃষ্ঠপোষক ইরানকেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি বলেন, "ইরান যদি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা চালিয়ে যায়, তাহলে তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।"

লোহিত সাগর এশিয়া ও ইউরোপের সংযোগের দ্রুততম পথ হিসেবে গুরুত্বপূর্ণ। গাজার ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ২০২৩ সাল থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বিদ্রোহীরা লোহিত সাগরে ১৯০টিরও বেশি হামলা চালিয়েছে বলে জানা গেছে।

সূত্র : https://www.youtube.com/watch?v=Cy2JQLmDb3Q

রাজু

×