
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মির (BLA) হামলার পর দেশটি এর দায় ভারত ও আফগানিস্তানের ওপর চাপাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে ভারত বেলুচিস্তানের বিদ্রোহীদের স্বাধীনতা আন্দোলনে সমর্থন দিচ্ছে। এমনকি, তারা অভিযোগ করেছে যে সম্প্রতি বেলুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের পেছনেও ভারতের হাত রয়েছে।
ভারতের প্রতিক্রিয়া
পাকিস্তানের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। ভারত জানিয়েছে, সন্ত্রাসবাদের মূল কেন্দ্র কোথায়, তা আন্তর্জাতিক মহল ভালোভাবেই জানে। তাই পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলোর দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি।
ক্রমবর্ধমান বিতর্ক
বেলুচিস্তানে ক্রমবর্ধমান সহিংসতার ফলে পাকিস্তানের অভ্যন্তরে বিতর্ক তীব্র হয়েছে। কিছু মহল প্রশ্ন তুলছে, ভারত কি সত্যিই বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে পরিকল্পনা করছে? এই বিষয়ে পাকিস্তানি সাংবাদিক রউফ কালাসারা মন্তব্য করেছেন যে বেলুচিস্তানকে স্বাধীন করা কোনো দেশের স্বার্থে নয়। তিনি বলেন, আফগানিস্তান বা ভারতের জন্য স্বাধীন বেলুচিস্তান লাভজনক হবে না।
বাংলাদেশ ও বেলুচিস্তান প্রসঙ্গ
রউফ কালাসারা আরও বলেন, বেলুচিস্তানের পরিস্থিতি ভারতের জন্য ১৯৭১ সালের পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) মতো নয়। বাংলাদেশ ছিল ভারতের সীমান্তবর্তী, যেখানে পাকিস্তানের সঙ্গে ভৌগোলিক দূরত্ব ছিল। কিন্তু বেলুচিস্তানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন, কারণ এটি ভারতের সঙ্গে সরাসরি সংযুক্ত নয়। ফলে বাইরের শক্তির সহায়তা ছাড়া বেলুচিস্তানের স্বাধীনতা অর্জন কঠিন হবে।
আঞ্চলিক পরিস্থিতি ও ভবিষ্যৎ
বিশেষজ্ঞদের মতে, শুধু ভারত নয়, আফগানিস্তান ও ইরানও তাদের সীমান্তে নতুন কোনো রাষ্ট্র গঠনের পক্ষে নয়। ইরানে উল্লেখযোগ্য সংখ্যক বেলুচ জনগোষ্ঠী রয়েছে এবং সেখানে বিচ্ছিন্নতাবাদের উত্থানের সম্ভাবনা তৈরি হতে পারে। এ কারণেই বেলুচিস্তানে সহিংসতা আরও দীর্ঘায়িত হতে পারে, তবে স্বাধীনতা অর্জন সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আসিফ