ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

অসি টাইগার্স ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ও ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ০০:২৮, ১৬ মার্চ ২০২৫

অসি টাইগার্স ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ও ইফতার অনুষ্ঠিত

ছবি : জনকণ্ঠ

গত ১২ মার্চ (বুধবার) পারস্পরিক সম্প্রীতি, বন্ধন এবং সমাজসেবার অঙ্গীকার নিয়ে অসি টাইগার্স ক্লাব ইফতার আয়োজনের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সিডনির ইংলবার্নের মেজবান রেস্টুরেন্টে আয়োজিত এই মিলনমেলায় ৪০ জনেরও বেশি অতিথি, কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

এই আয়োজনে ইফতার আয়োজনের পাশাপাশি অসি টাইগার্স ক্লাব ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা, ভবিষ্যতে কমিউনিটির জন্য খেলাধুলা, স্বাস্থ্যসেবা, যুব উন্নয়ন এবং বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার গ্রহন করে। 

অনুষ্ঠানে অসি টাইগার্স ক্লাবের প্রথম এড-হক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি সংগঠনের প্রাথমিক কাঠামো গড়ে তোলা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে নেতৃত্ব দেবেন। কমিটির আহ্বায়ক হিসেবে ডা. মোঃ সিরাজ খান এবং ফারুক তালুকদার সদস্য সচিব হিসেবে মনোনীত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মুন্না আরমান, সাজ্জাদ সিদ্দিকী ও মাসুদ পারভেজ। তাদের নেতৃত্বে ক্লাবটি ধাপে ধাপে সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করবে।

অতিথিদের মধ্যে ছিলেন কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান, শফিকুল আলম, কায়সার আহমেদ, আব্দুস সবাহান মঞ্জু তালুকদার প্রমুখ। তাঁরা অসি টাইগার্স ক্লাবের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মসূচিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। ইফতার ও রাতের খাবার খাবারের পর আয়োজনের সমাপ্তি ঘটে।

মো. মহিউদ্দিন

×