
থাইল্যান্ডে আশ্রয় নেওয়া উইঘুর মুসলিমদের চীনে ফেরত পাঠানোর ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় জড়িত থাই কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।
শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ২৭ ফেব্রুয়ারি চীনে উইঘুরদের ফেরত পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক থাই কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেন, "আমি এই সিদ্ধান্ত শিগগির কার্যকর করার নির্দেশ দিয়েছি।"
বিবৃতিতে আরও বলা হয়, চীনে উইঘুরদের নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের শিকার হওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে চলছে। তাই যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা উইঘুরদের চীনে ফেরত পাঠানো থেকে বিরত থাকে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পৃথক বিবৃতিতে বলা হয়েছে, চীন প্রতিবেশী দেশগুলোর ওপর উইঘুর শরণার্থীদের ফেরত পাঠানোর জন্য চাপ প্রয়োগ করছে। যুক্তরাষ্ট্র এই প্রবণতা প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, চীনে ফেরত পাঠানো উইঘুররা গুম, খুন ও নির্যাতনের শিকার হচ্ছেন।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত প্রসঙ্গে ওয়াশিংটনে থাই দূতাবাসের প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে তাদের পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন।
উল্লেখ্য, থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্যতম এশীয় মিত্র দেশ। বিশেষজ্ঞদের মতে, এবারই প্রথম থাইল্যান্ডের কোনো কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হলো।
সূত্র: রয়টার্স
রাজু