
ছবি: সংগৃহীত
বিশ্বজুড়ে সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও কোটিপতিদের সংখ্যা বেড়েছে। ২০২৪ সালে এক কোটি ডলারের বেশি সম্পদ থাকা ব্যক্তিদের সংখ্যা এক লাখ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৪১ হাজারে। এই তথ্য উঠে এসেছে আবাসন খাতের পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্কের প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী কোটিপতিদের সংখ্যা প্রায় ৪.৫% হারে বৃদ্ধি পেয়েছে। অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি কোটিপতি রয়েছেন উত্তর আমেরিকায়, যেখানে বিশ্বের ৫২% কোটিপতি বসবাস করেন। দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া, যেখানে ৫% প্রবৃদ্ধি হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে আফ্রিকা (৪.৭%), চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া (৪%) এবং মধ্যপ্রাচ্য রয়েছে পঞ্চম স্থানে।
বিশ্বের মোট কোটিপতিদের ৪০% এর বেশি যুক্তরাষ্ট্রে বসবাস করেন। দেশটিতে বর্তমানে এক কোটি ডলারের সম্পদ রয়েছে ৯ লাখ ৫৪১৩ জনের। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যেখানে প্রায় ৫ লাখ কোটিপতি রয়েছেন। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে জাপান, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে জার্মানি।
তবে কোটিপতিদের সংখ্যা বাড়ার পাশাপাশি ধনী-গরিব বৈষম্যও বেড়েছে। শুধু যুক্তরাষ্ট্রেই বর্তমানে প্রায় ৩.৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে, যা অর্থনৈতিক অসামঞ্জস্যতার চিত্রকে স্পষ্ট করছে।
শিলা ইসলাম