
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বাণিজ্যকেন্দ্র দুবাই যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সড়ক-মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে যে কেউ কার্যকর সমাধান প্রস্তাব করলে তাকে ৫০ হাজার দিরহামের বৃত্তি দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৮৩ হাজার ৭২৯ টাকা।
দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ বৃত্তি প্রদান করা হবে। এতে আবেদন করতে হলে বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং সংযুক্ত আরব আমিরাতের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।বৃত্তিপ্রাপ্তরা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য মুক্ত কর্মক্ষেত্র, ভিসা, যানবাহনের লাইসেন্স এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগসহ বিভিন্ন সুবিধা পাবেন। এই পুরো ব্যয় বহন করবে দুবাই সরকার।
সূত্র : জিও টিভি
রাজু