ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জাতীয় গ্রিডে বিপর্যয় অন্ধকারে কিউবার কোটি মানুষ

প্রকাশিত: ২০:৩৯, ১৫ মার্চ ২০২৫; আপডেট: ২০:৩৯, ১৫ মার্চ ২০২৫

জাতীয় গ্রিডে বিপর্যয় অন্ধকারে কিউবার কোটি মানুষ

ছবি : সংগৃহীত

জাতীয় গ্রিডে গোলযোগের কারণে কিউবাজুড়ে মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শনিবার দেশটির বিদ্যুতের মূল সরবরাহ লাইনে সমস্যা দেখা দিলে প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিদ্যুৎ বিভ্রাটের ফলে রাজধানী হাভানা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। খবর রয়টার্সের।
বিদ্যুৎ বিভ্রাটের পর এক সতর্কবার্তায় দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হাভানায় একটি বৈদ্যুতিক সাবস্টেশন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রাজধানীসহ পশ্চিম কিউবার বিশাল অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাতেও বিপর্যয় দেখা দিয়েছে বলে ওই বার্তায় বলা হয়। গ্রিড মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় আনার কাজ চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। সিএনএনের একটি ভিডিওতে রাজধানী হাভানার পথঘাট ও ভবনগুলোকে অন্ধকারে ডুবে থাকতে এবং লোকজনকে বৈদ্যুতিক টর্চ নিয়ে রাস্তায় চলাফেরা করতে দেখা গেছে। গত অক্টোবরেও প্রায় এক সপ্তাহের জন্য বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল কিউবা। সে সময় দেশটির বেশিরভাগ অংশে বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছিল।

×