ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

পুতিন-ট্রাম্প ফলপ্রসূ আলোচনা

ইউক্রেনীয় সেনাদের প্রাণভিক্ষার সুযোগ

প্রকাশিত: ২০:২৯, ১৫ মার্চ ২০২৫

ইউক্রেনীয় সেনাদের প্রাণভিক্ষার সুযোগ

কুরস্কের পশ্চিমাঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের হত্যা করা হবে না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শনিবার এ কথা বলেছেন তিনি।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছিলেন, কুরস্কে পুরোপুরি ঘেরাও হওয়া ইউক্রেনীয় সেনারা একদম অসহায় অবস্থায় পড়েছে। এই অবস্থায় তাদের প্রাণভিক্ষা দেওয়ার জন্য পুতিনের কাছে আহ্বান জানাচ্ছেন তিনি। নইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহতম গণহত্যার একটি সেখানে সংঘটিত হতে পারে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেছেন। ওই বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে, শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই সতর্ক আশাবাদ ব্যক্ত করেছে। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের জীবন রক্ষা করা হবে। অন্যথা কুরস্কের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর ঘেরাটোপের মধ্যে আটকে পড়া সেনাদের নির্মম পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। পুতিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মানবিক বিবেচনায় আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন। যদি ইউক্রেনীয় সেনারা অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করে তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এই প্রক্রিয়া কার্যকর করতে ইউক্রেন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা প্রয়োজন। অন্যদিকে ইউক্রেন বলছে, কুরস্ক অঞ্চলে সেনাদের অবরুদ্ধ হওয়ার দাবি রাশিয়ার মিথ্যা প্রচার। তাদের সেনারা সংগঠিতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অবরোধের কোনো প্রশ্নই ওঠে না। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটুকু স্বীকার করেছেন যে, কুরস্কে থাকা ইউক্রেনের সেনারা মারাত্মক জটিলতার মধ্যে আছে। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টায় বন্ধ করে দেব, গত বছর নির্বাচনী প্রচারে একাধিকবার এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ক্ষমতা গ্রহণের প্রায় দুই মাস পরও এখনো দুই দেশের লড়াই বন্ধ করতে পারেননি।
সম্প্রতি ফুল মেজার নামে একটি টেলিভিশন প্রোগ্রামে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেটির একটি ক্লিপ প্রকাশ করা হয়েছে। এতে ট্রাম্পকে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে জিজ্ঞেস করা হয়। জবাবে তিনি বলেন, আমি যখন এটি বলেছিলাম তখন আমি কিছুটা মজা করছিলাম। তবে আমি সত্যি যা বুঝিয়েছিলাম, আমি এই দ্বন্দ্ব বন্ধ করতে চেয়েছিলাম এবং আমি মনে করি আমি এতে সফল হব। এদিকে ট্রাম্প প্রায়ই অতিরঞ্জিত বিভিন্ন দাবি করে থাকেন।

×