
ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও টেক্সাস রাজ্য।দাবানলের তীব্রতা এতটাই ভয়াবহ যে, হাজার হাজার মানুষের বাড়িঘর পুড়ে গেছে, এবং নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পালাতে বাধ্য হয়েছে এলাকাবাসীরা।
ওকলাহোমা রাজ্যে দাবানলের অবস্থা সবচেয়ে ভয়াবহ।শুক্রবার সেখানে পুড়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি।রাজ্যটির অন্যান্য অংশেও জ্বলছে আগুন।দাবানলের সময় সৃষ্ট ধূলিঝড়ের সময় এক সড়ক দূর্ঘটনায় টেক্সাসে তিনজন নিহত হয়েছে।
দুটো রাজ্যেই এলাকাবাসীদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বিদ্যুৎ বিছিন্ন রাজ্যদুটির হাজার হাজার মানুষ।তীব্র আগুনের কারণে বেশ কিছু মহাসড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন।
ওকলাহোমা ও টেক্সাসের এই ভয়াবহ দাবানলের পরিস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের সৃষ্টি করেছে।
সূত্র :https://tinyurl.com/2657dhbr
আফরোজা