ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

রমজানের প্রথম ১০ দিনে রেকর্ড! ওমরাহ করলেন ৫৫ লাখের বেশি মুসলিম

প্রকাশিত: ১৯:২৩, ১৫ মার্চ ২০২৫

রমজানের প্রথম ১০ দিনে রেকর্ড! ওমরাহ করলেন ৫৫ লাখের বেশি মুসলিম

রমজানের প্রথম দশ দিনে মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। এ সময় মসজিদটিতে রেকর্ড ২ কোটি ৫০ লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন বলে জানিয়েছে গ্র্যান্ড মসজিদ ও প্রোফেট মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

প্রেসিডেন্সির দেওয়া তথ্যানুযায়ী, একই সময়ের মধ্যে ৫৫ লাখেরও বেশি মুসলিম পবিত্র ওমরাহ পালন করেছেন। ক্রমবর্ধমান ভিড় সামলাতে গ্র্যান্ড মসজিদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মসজিদ প্রাঙ্গণে ১১ হাজারের বেশি কর্মী নিয়োজিত রয়েছে।

মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় বাড়তি ৪ হাজার কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যারা ৩৫০ জন সৌদি ব্যবস্থাপকের তত্ত্বাবধানে দিনে পাঁচবার মসজিদ পরিষ্কার করছেন।

ওমরাহ পালনকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মসজিদের প্রধান প্রবেশপথে স্মার্ট সেন্সর ও উন্নত ক্যামেরা ব্যবহারের মাধ্যমে একটি বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। এর লক্ষ্য হলো রিয়েল-টাইমে ভিড়ের গতিবিধি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভিড় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করা।

রাজু

×