ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সৌদি আরবে নারী-পুরুষের বেতন সমান, বৈষম্য হলে মামলা

প্রকাশিত: ১৫:৪৯, ১৫ মার্চ ২০২৫

সৌদি আরবে নারী-পুরুষের বেতন সমান, বৈষম্য হলে মামলা

ছ‌বি: সংগৃহীত

জাতিসংঘের নারী অধিকার কমিশনের ৬৯তম অধিবেশনের সাইডলাইনে সৌদি রাজকুমারী লামিয়া বিনত মাজিদ আল সৌদ সৌদি আরবে নারীদের ক্ষমতায়নের অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “এটাই আমাদের সময়, আমাদের উজ্জ্বল হওয়ার সুযোগ।”

সৌদি ভিশন ২০৩০-এর আওতায় শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক জীবনে সৌদি নারীদের জন্য একসময় অকল্পনীয় সুযোগ তৈরি হয়েছে। দেশটিতে বর্তমানে ৯ মিলিয়নের বেশি নারী রয়েছে, যার ৬৭% বয়স ৩০-এর নিচে। এই বিশাল তরুণ জনসংখ্যা সৌদি আরবের অন্যতম শক্তি।

সিএসডব্লিউ অধিবেশনের এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে রাজকুমারী লামিয়া বলেন, “সৌদি নারীদের জন্য সব দরজা এখন উন্মুক্ত। এই সুযোগ হারানোর কোনো জায়গা নেই।” তিনি সৌদি নারীদের অগ্রগতিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন, যেখানে নারীরা নিজস্ব দক্ষতা ও সাফল্যের গল্প তুলে ধরছেন।

প্রিন্সেস লামিয়া আরও জানান, সৌদি আরবে সমান বেতনের অধিকার নিশ্চিত হয়েছে। “যদি কোনো নারী প্রমাণ করতে পারেন যে একজন পুরুষ তার চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তিনি তাৎক্ষণিকভাবে মামলা করতে পারেন। এই সুযোগ অনেক উন্নত দেশেও নেই,” তিনি বলেন।

তিনি সৌদি যুব সমাজ, বিশেষ করে নারীদের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “তরুণ নারীরা আমাদের চেয়েও ভালো করতে পারবে। আমরা সংগ্রাম করে পথ তৈরি করেছি, এখন তাদের সময় এগিয়ে যাওয়ার।”

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে নেওয়া সংস্কার উদ্যোগগুলোকেও তিনি প্রশংসা করেন। “ভিশন ২০৩০ আমাদের জন্য এক স্বপ্ন বাস্তবের রূপ দিয়েছে,” বলেন প্রিন্সেস লামিয়া।

প্রিন্সেস লামিয়া সৌদি নারীদের প্রতি আহ্বান জানান এই সুযোগ কাজে লাগানোর জন্য। “আমাদের দেখিয়ে দাও, এই সংগ্রাম সার্থক ছিল,” তিনি বলেন।

তথ্যসূত্র: https://www.arabnews.com/node/2593404/saudi-arabia

আবীর

×