
ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে ওয়াশিংটন থেকে বহিষ্কার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্র এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন।
১৫ মার্চ, শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে পোস্ট করে দাবি করেন, রাসুল যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পের প্রতি ঘৃণা পোষণ করেন। তিনি রাষ্ট্রদূতকে "পারসোনা নন গ্রাটা" হিসেবে চিহ্নিত করেছেন, অর্থাৎ তাকে যুক্তরাষ্ট্রে আর স্বাগত জানানো হবে না।
পোস্টে মার্কো রুবিও লেখেন, “দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল একজন বর্ণবাদী রাজনীতিবিদ, যিনি আমেরিকাকে ঘৃণা করেন এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই।”
এছাড়া, মার্কো রুবিও ডানপন্থি সংবাদমাধ্যম ব্রেইটবার্টের একটি প্রতিবেদন শেয়ার করেন, যেখানে রাসুলের এক বক্তৃতার অংশ উদ্ধৃত করা হয়। ওই বক্তৃতায় রাসুল বলেন, "ট্রাম্প প্রশাসন ক্ষমতাসীনদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে, এবং দেশে ও বিদেশে এক আধিপত্যবাদী আন্দোলন তৈরি করছে।" তিনি আরও বলেন, "মাগা আন্দোলন আমেরিকায় জনসংখ্যাগত পরিবর্তনকে প্রতিফলিত করে, যেখানে শ্বেতাঙ্গদের সংখ্যা ৪৮ শতাংশে পৌঁছাবে।"
ইব্রাহিম রাসুল দীর্ঘদিন ধরে বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। গত ফেব্রুয়ারিতে, ট্রাম্প দক্ষিণ আফ্রিকাকে সহায়তা বন্ধ করে দিয়েছিলেন, কারণ তিনি অভিযোগ করেছিলেন যে দেশটি শ্বেতাঙ্গদের জমি কেড়ে নেওয়ার আইন পাস করেছে। পরবর্তীতে ট্রাম্প দাবি করেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকরা চাইলে যুক্তরাষ্ট্রে আসতে পারেন এবং তাদের দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে।
আঁখি