
ছবি:সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দেশের অভিবাসন নীতি পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেন, গ্রিনকার্ডধারীরা অনির্দিষ্টকাল পর্যন্ত আমেরিকায় থাকতে পারবেন না। এর আগে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'গোল্ড কার্ড' নামক একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছিলেন, যার মাধ্যমে উচ্চমূল্যে নাগরিকত্ব লাভের সুযোগ সৃষ্টি হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আরও বলেন, দ্বিতীয়বার ক্ষমতায় আসলে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করবেন এবং আরও কঠোর শুল্ক নীতি ঘোষণা করবেন। তিনি আমেরিকায় জন্মগত নাগরিকত্ব আইন পরিবর্তনের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
এছাড়া, ট্রাম্প প্রশাসন বর্তমানে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে। নতুন 'গোল্ড কার্ড' প্রবর্তিত হলে, নাগরিকত্ব লাভের জন্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা ৬০ কোটি টাকা খরচ হবে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, এই নতুন 'গোল্ড কার্ড' প্রোগ্রাম চালু হলে বর্তমান ‘ইবি-৫ প্রোগ্রাম’-এ প্রভাব পড়বে, যেটি অভিবাসী বিনিয়োগকারীদের আমেরিকায় গ্রিনকার্ড প্রদান করে। ‘গোল্ড কার্ড’ আসলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ বাতিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আঁখি