ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

হামাস ও ইসলামী জিহাদের বৈঠক : গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা

প্রকাশিত: ০১:২৪, ১৫ মার্চ ২০২৫

হামাস ও ইসলামী জিহাদের বৈঠক : গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা

ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের নেতৃবৃন্দ কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ মার্চ) এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে হামাসের শুরা কাউন্সিলের চেয়ারম্যান মুহাম্মাদ দরবেশ এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দুই প্রতিরোধ সংগঠনের নেতারা ইসরাইলি আগ্রাসনের মুখে গাজ্জাবাসীর সাহসী অবস্থান ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। তারা ইসরাইলের আগ্রাসনে শহীদ যোদ্ধা ও সাধারণ ফিলিস্তিনিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের বর্তমান অবস্থা এবং দখলদার বাহিনীর হাতে যুদ্ধবিরতির লঙ্ঘনের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা গত দু’দিন ধরে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন। এছাড়া জর্দান নদীর পশ্চিম তীরের ইসরাইলি বাহিনীর চলমান সহিংসতা এবং ফিলিস্তিনি জনগণের ওপর চালানো নৃশংসতার কঠোর নিন্দা জানান তারা।

হামাস ও ইসলামী জিহাদের নেতারা ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত অধিকার রক্ষায় প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সংগ্রাম এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকের শেষে দুই সংগঠনের নেতারা বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়া হবে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে।

 

 

সূত্র: পার্সটুডে

মো. মহিউদ্দিন

×