ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

যুদ্ধবিরতি নাকি কৌশল? পুতিনের শর্তে দিশেহারা জেলেনস্কি!

প্রকাশিত: ০১:১২, ১৫ মার্চ ২০২৫

যুদ্ধবিরতি নাকি কৌশল? পুতিনের শর্তে দিশেহারা জেলেনস্কি!

ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন মোড়—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন, তবে শর্তসাপেক্ষে। এই সিদ্ধান্তের খবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতবাক। কারণ, পুতিনের দেওয়া শর্ত মানে পরাজয় মেনে নেওয়ার শামিল।

ট্রাম্পের ধমক, পুতিনের প্রস্তাব
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করার পরই জেলেনস্কি কৌশল বদলান। ট্রাম্পের চাপের মুখে থাকা ইউক্রেনীয় প্রেসিডেন্ট যখন পুতিনের দিকে চেয়ে ছিলেন, তখনই রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে এর পেছনে পুতিনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

গোপন বৈঠকের গুঞ্জন
রাশিয়ার সরকারি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পুতিন যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করতে পারেন। যদিও সেই বৈঠক হয়েছে কি না, তা নিশ্চিত নয়। তবে একটি সূত্র বলছে, উইটকফ বহনকারী বিমান শুক্রবার মস্কো ছেড়ে গেছে, যা ইঙ্গিত দেয় ভেতরে কিছু একটা ঘটছে।

পুতিনের শর্তে জেলেনস্কির মাথায় হাত
রাশিয়ার দাবি, ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারবে না, সেখানে বিদেশি সেনা মোতায়েন করা যাবে না এবং ক্রিমিয়াসহ দখলকৃত চারটি অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। এই শর্ত মেনে নেওয়া মানেই ইউক্রেনের পরাজয় স্বীকার করা, যা জেলেনস্কির পক্ষে সম্ভব নয়। তাই তিনি পুতিনের প্রস্তাবকে "ছলনা" বলে আখ্যা দিয়েছেন।

সময়ের খেলায় পুতিন-ট্রাম্প?
বিশ্লেষকদের মতে, পুতিন ও ট্রাম্প যুদ্ধবিরতির নামে সময়ক্ষেপণ করছেন কি না, সেটাই এখন প্রশ্ন। কারণ, ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে দুই পক্ষেরই আগ্রহ স্পষ্ট। এদিকে ট্রাম্পও পুতিনের সিদ্ধান্তকে "আশার আলো" বলে মন্তব্য করেছেন এবং সরাসরি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন।

পুতিনের চূড়ান্ত লক্ষ্য কী?
যখন বিশ্বনেতারা পুতিনের ঘোষণায় যুদ্ধবিরতির আশায় বুক বাঁধছেন, তখন রুশ প্রেসিডেন্ট নিজ সৈন্যদের দ্রুত ও কার্যকর বিজয়ের জন্য প্রস্তুতি জোরদার করতে বলছেন। তিনি ফ্রন্ট লাইনে গিয়ে সেনাদের উজ্জীবিত করেছেন, যা যুদ্ধ শেষ করার ইঙ্গিতের চেয়ে আরও বড় সংঘাতের ইঙ্গিত বহন করে।

তাহলে কি পুতিন সত্যিই যুদ্ধবিরতি চান, নাকি এটি একটি বড় কৌশলের অংশ? পশ্চিমা বিশ্ব এখনো পুতিনের প্রকৃত উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে, কিন্তু রহস্যময় এই নেতা তার পরিকল্পনা উন্মুক্ত করেননি।

রাজু

×