ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আফগানিস্তানে ৬০০ মাদকসেবীকে চিকিৎসা ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদান

প্রকাশিত: ০১:০৯, ১৫ মার্চ ২০২৫

আফগানিস্তানে ৬০০ মাদকসেবীকে চিকিৎসা ও কর্মমুখী প্রশিক্ষণ প্রদান

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে অন্তত ৬০০ মাদকসেবীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে এসে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের কাজ শেখানো হয়েছে। এমনকি তাদেরকে শিক্ষার সুযোগও করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কান্দাহারের সামাজিক ও শ্রম বিভাগের পরিচালক উবায়দুল্লাহ ওয়াকাদ জানিয়েছেন, পুনর্বাসন কার্যক্রমের আওতায় মোট ৬০০ মাদকাসক্ত ব্যক্তিকে ছয়টি ভিন্ন ধরনের কাজ শেখানো হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবে। পুনর্বাসিত ব্যক্তিরা যেন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে, সেজন্য তাদেরকে প্রয়োজনীয় যন্ত্রাংশও সরবরাহ করা হবে।

উবায়দুল্লাহ ওয়াকাদ বলেন, “আমরা এই ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রাথমিক সহায়তা হিসেবে প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে। যাতে তারা স্বাবলম্বী হয়ে সমাজের মূলধারায় ফিরে আসতে পারে।”

এক কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের প্রত্যেককে ২০০ ডলার সমপরিমাণ মূল্যমানের যন্ত্রাংশ দেওয়া হবে। যাতে তারা নিজেরা ব্যবসা শুরু করতে পারে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে।

কান্দাহার মাদক নিরাময় কেন্দ্রের প্রধান আব্দুল শাকুর শাকিব জানিয়েছেন, শুধুমাত্র শারীরিক চিকিৎসার মধ্যেই পুনর্বাসন সীমাবদ্ধ নয়। মানসিক স্বাস্থ্যের ওপরও জোর দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানসিকভাবে শক্তিশালী করা হচ্ছে, যাতে তারা সমাজের সঙ্গে সহজেই মিশতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

চিকিৎসা পাওয়া ফরহাদ নামে এক মাদকসেবী বলেন, “এখানে আমাদের চিকিৎসার ওপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। চিকিৎসার পর আমরা আবারও আগের স্বাস্থ্য ফিরে পেয়েছি। এর পাশাপাশি আমাদের কর্মমুখী শিক্ষা দেওয়া হয়েছে। আমি সেলাইয়ের কাজ শিখেছি। এখান থেকে যাওয়ার পর আমি নিজের সেলাইয়ের ব্যবসা শুরু করবো।”

গুলাব নামে অপর এক ব্যক্তি বলেন, “আমি এখান থেকে গিয়ে তরুণদের আহ্বান করবো তারা যেন মাদক ছেড়ে দেয়। কারণ এটি জীবন ধ্বংস করে দেয়। আমি এখন দর্জির কাজ শিখেছি এবং নিজের দর্জির দোকান দেওয়ার পরিকল্পনা করছি।”

উল্লেখ্য, আফগানিস্তানে মাদকের সমস্যা দীর্ঘদিনের। তবে তালেবান সরকারের অধীনে মাদকের ব্যবহার ও বাণিজ্য বন্ধে জোর প্রচেষ্টা চলছে। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়েছে। আফগান সরকারের উদ্যোগে এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

 

সূত্র: তোলো নিউজ

মো. মহিউদ্দিন

×