ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ফিলিস্তিনি শিক্ষার্থীর মুক্তির দাবিতে নিউইয়র্কে ইহুদিদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

প্রকাশিত: ০০:০২, ১৫ মার্চ ২০২৫

ফিলিস্তিনি শিক্ষার্থীর মুক্তির দাবিতে নিউইয়র্কে ইহুদিদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি

ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেপ্তারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর মুক্তির দাবিতে ইহুদি সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’-এর নেতৃত্বে বিক্ষোভকারীরা ট্রাম্প টাওয়ার দখল করে নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং অন্তত ১০০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়।গত বছর যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া ইসরাইলবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন মাহমুদ খলিল, যিনি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বেড়ে উঠেছেন। শনিবার তাকে গ্রেপ্তার করা হলে, দশ মাস পর আবারও উত্তাল হয়ে ওঠে নিউইয়র্ক। বৃহস্পতিবার সকাল থেকেই শত শত বিক্ষোভকারী ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হতে থাকেন। দুপুরের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, যখন কিছু বিক্ষোভকারী ট্রাম্প টাওয়ারের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ, এবং পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।মাহমুদ খলিলের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে তার আইনজীবী একে ‘অযৌক্তিক’ ও ‘বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “মাহমুদের গ্রীন কার্ড প্রত্যাহার এবং তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন ও অস্পষ্ট। তিনি একজন বৈধ মার্কিন বাসিন্দা, এটি প্রতিশোধমূলক পদক্ষেপ ছাড়া কিছু নয়।”এদিকে, মাহমুদের গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্র সরকার তাকে দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার নামে এ ধরনের পদক্ষেপ মেনে নেওয়া হবে না, এবং তারা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

সূত্র : https://www.youtube.com/watch?v=FRoFXG6PUpI

রাজু

×