
ছবি: সংগৃহীত।
পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাকসহ দেশটিতে বিভিন্ন সহিংসতার পেছনে নয়াদিল্লির হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। এই অভিযোগের পর এবার কঠোর বার্তা দিল ভারত। পাকিস্তানে সহিংসতার পেছনে নয়াদিল্লির হাত থাকার বিষয়টি অস্বীকার করে দেশটি বলছে, সন্ত্রাসবাদের প্রাণকেন্দ্র পাকিস্তান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারত সরকার বলছে, অন্যদের দোষারোপ করার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো, ইসলামাবাদ সন্ত্রাসবাদের আস্তানা হিসেবে পরিচিত। এসব অভিযোগ করার মধ্য দিয়ে তা আবার প্রমাণিত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। গোটা বিশ্ব জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায়। পাকিস্তানের উচিত নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং ব্যর্থতার জন্য অন্যের দিকে আঙুল তোলা, দোষ চাপানোর পরিবর্তে নিজেদের দিকে তাকানো।’
এর আগে সম্প্রতি পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করে বলেন, প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে ভারত। বেলুচিস্তানের বোলান জেলার কাছে জাফর এক্সপ্রেস নামের ট্রেন ছিনতাইয়ের ঘটনার পর তিনি এই মন্তব্য করেন।
গত মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি টানেলে প্রবেশের সময় সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যরা জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাই করে। চলন্ত ট্রেনে বোমা হামলা ও গুলি চালিয়ে নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র বিদ্রোহীরা। এ সময় চার শতাধিক যাত্রীকে জিম্মি করে। জিম্মিদের মধ্যে অনেক নিরাপত্তা কর্মীও ছিলেন।
জিম্মি হওয়া ৩০০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ট্রেনটিতে চালানো অভিযানে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠীর ৩৩ জন সদস্য। ট্রেনে উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেছেন, ট্রেনে হামলাটি বাইরের কোনো দেশ থেকে সংগঠিত হয়েছে। তবে সরাসরি ভারতের কথা বলেননি। বিএলএর কার্যকলাপের জন্য অতীতে ভারতকে দোষারোপ করার নীতি থেকে পাকিস্তান সরে এসেছে কি না জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন, ভারতের বিরুদ্ধে তাদের অভিযোগ আজও প্রযোজ্য।
সূত্র: https://www.youtube.com/watch?v=w31Urtpm4Ec&t=106s
সায়মা ইসলাম