ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কেন রক্তলাল হয়ে আছে ইরানের সমুদ্র সৈকত?

প্রকাশিত: ১৬:৩৭, ১৪ মার্চ ২০২৫

কেন রক্তলাল হয়ে আছে ইরানের সমুদ্র সৈকত?

ছবি: সংগৃহীত

ইরানে সম্প্রতি ঘটে যাওয়া এক চমকপ্রদ ঘটনা বিশ্বজুড়ে মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময় সৃষ্টি করেছে। এক প্রবল বৃষ্টিপাতে উজ্জ্বল লাল আভায় রঙিন হয়ে উঠেছে ইরানের হরমুজ দ্বীপের সৈকত।

অনেকেই একে রক্ত বৃষ্টি বলে আখ্যা দিচ্ছেন। মূলত সৈকতের মাটি লাল হওয়ার কারণে ভারী বৃষ্টিপাতে এমন রক্তের মত লাল রঙের পানির ধারা তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে যেন রক্তস্নাত একটি সমুদ্র সৈকত।

সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টির পর পাহাড়ি লাল মাটি ধুয়ে এসে সমুদ্রের পানিতে মিশে গেছে। ফলে সৈকত জুড়ে এক বিস্ময়কর দৃশ্যের সৃষ্টি হয়েছে।

প্রাকৃতিক লাল মাটির জন্য বিশ্বজুড়ে পরিচিত ইরানের হরমুজ প্রণালির রেইনবো আইল্যান্ডে অবস্থিত এই সৈকত। এখানকার মাটিতে উচ্চমাত্রার আয়রন ও খনিজ পদার্থ থাকায় বছরের বিভিন্ন সময়েই এটি উজ্জ্বল লালচে রং ধারণ করে।

প্রবল জোয়ারের সময় এই খনিজ উপাদান সমুদ্রের পানির সঙ্গে মিশে সৈকতজুড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করে, যা অনেকের কাছে মনে হয়, যেন কেউ সমুদ্রে লাল রং ঢেলে দিয়েছে।

হরমুজ দ্বীপে লাল অক্সাইড সমৃদ্ধ একটি পাহাড় রয়েছে। তাই সেখানকার মাটির রং গাঢ় লাল। পাহাড়টি উপকূল রেখা বরাবর অবস্থিত হওয়ায় হরমুজ দ্বীপের সৈকতের রংও লাল। ফলে সৈকতে যখন ঢেউ আছড়ে পড়ে, তখন পানির বর্ণও লাল দেখায়।

 

সূত্র: https://tinyurl.com/bdfzvvep

রাকিব

×