
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনিদের গাজা থেকে মিশর, জর্ডানসহ তৃতীয় কোনো দেশে বিতাড়িত করার ঘোষণা দিয়ে বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ-পরবর্তী গাজায় অবকাশযাপন কেন্দ্রের এআই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে সেই সমালোচনার আগুনে ঘি ঢালেন তিনি।
ইসরায়েল সমর্থন দিলেও, মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। পরে, ফিলিস্তিনিদের রেখেই উপত্যকা পুনর্গঠনের পাল্টা পরিকল্পনা ঘোষণা করে আরব লীগ, যাতে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইউরোপও।
এখন ট্রাম্পের কণ্ঠেই উল্টো সুর! হাউজে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানালেন, "গাজা থেকে কেউই ফিলিস্তিনিদের বিতাড়িত করছে না।" যা ট্রাম্পের আগের অবস্থান থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ইঙ্গিত।
তবে কি আরব বিশ্বের চাপে অবস্থান বদলালেন ট্রাম্প? গাজাবাসীর ধারণা, বাস্তবতা উপলব্ধি করতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করা অসম্ভব, যা বুঝতে পেরেই নিজ অবস্থান থেকে সরে এসেছেন তিনি।
শিলা ইসলাম